ফুলতলা থানা প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনা খ সার্কেল এবং থানা পুলিশ আজ বৃহস্পতিবার সকালে ফুলতলায় অভিযান চালিয়ে ৮পিচ ইয়াবা এবং ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ ব্যাপারে থানায় পৃথক ২টি মামলা হয়েছে। পুলিশ জানায়, ফুলতলার যুগ্নিপাশা এলাকা থেকে ৮পিচ ইয়াবাসহ মৃতঃ গোলাম মোল্যার পুত্র টিপু মোল্যা (৪৫) এবং কারিকরপাড়া এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মৃতঃ আব্দুর রহমান গাজীর পুত্র মোঃ সালাহউদ্দিন গাজী (৪১) কে আটক হয়। পরবর্তীতে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়।