৪০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এপ্রিলে

627

৪০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী এপ্রিল মাসে হতে পারে। সেই লক্ষ্যেই প্রস্তুতি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। জানালেন পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।

মোহাম্মদ সাদিক সাংবাদিকদের জানান, এই বিসিএসে সর্বোচ্চসংখ্যক প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেবেন। এপ্রিল মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষা নেয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু ওই সময়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা আছে। এর ফাঁকে কীভাবে পরীক্ষাটি সুষ্ঠুভাবে নেয়া যায় তার জন্য আমরা কাজ করছি।

গত বছরের ১১ সেপ্টেম্বর ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রথম শ্রেণির ক্যাডার সার্ভিসের চাকরির জন্য আবেদন গ্রহণ শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩টি পদের বিপরীতে আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী।

পিএসসিতে বিপুলসংখ্যক পরীক্ষার্থীর আবেদনের রেকর্ড এটি। কীভাবে এত প্রার্থীর পরীক্ষা নেয়া যায়, সে জন্য এখন পরিকল্পনা করছে পিএসসি।

বিজ্ঞপ্তি অনুসারে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়ার কথা রয়েছে।