বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে আটক ৩২
বাগেরহাট সদরসহ ৯টি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বাগেরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাগেরহাট পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায় বলেন, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৪টি মামলা করা হয়েছে। আটকৃতদের আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। এ পর্যন্ত গত ০৪ দিনে মাদকবিরোধী অভিযানে ১৭৪ জন মাদক বিক্রেতা ও মাদকসেবীকে আটক করেছে পুলিশ।
বাগেরহাটে নারায়ণা হেলথ আয়োজিত আলোচনা সভা
বাগেরহাটে নারায়ণা হেলথ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের অভিজাত হোটেল ক্যাসেল আশারার হলরুমে রোটারি ক্লাব অফ বাগেরহাটের আয়োজনে ক্লাবের সভাপতি রোটার মানোষ কুমার পালের সভাপতিত্বে নিউরোলজি এবং পেড কার্ডিওলজি বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন। অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন রোটার দেবাশীষ রায়, ডা: অরিত্র মুখার্জী, ডা: সৌমিক দাশ গুপ্ত, ডা: পার্থ প্রতিম বিষ্ণু, রোটার আশিষ দে । অনুষ্ঠানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন রোটার অরিদ্বম দেবনাথ।এসময় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা রোটারি ক্লাবের পিপি রোটার পলাশ সাহা,মো. শামিম,মেহেজাবীন মোবিন হেমা, রোটারিয়ান তালুকদার রিনা সুলতানা, মহিলা পরিষদের সাধারন সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকট পারভিন আহম্মেদ, প্রমুখ। অনুষ্টানে মালটি মিডিয়ার মাধ্যমে স্বাস্থ্য সেবা বিষয়ের সচেতনতা মূলক বিভিন্ন চিত্র প্রদর্শন করা হয়।
বাগেরহাটে শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
বাগেরহাটের মোংলায় বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে এ শীত বস্ত্র প্রদান করা হয়। শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোস্টগার্ড বাহিনী পরিবার কল্যাণ সংঘের আঞ্চলিক চেয়ারম্যান মিসেস অনামিকা মিনার। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মিনারুল হক। অনুষ্ঠানে পশ্চিম জোনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় কোস্টগার্ডের পক্ষ থেকে উপজেলার গরীব, দুস্থ, শিশু, বয়স্ক নারী ও পুরুষদের মাঝে ৪‘শ ক¤¦ল বিতরণ করা হয় । এছাড়া দাকোপের নলিয়ান এলাকায় ২‘শ পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও জনসেবামূলক সেমিনার করেছে একই সংগঠন।
বাগেরহাটে তাতীলীগ নেতা বহিস্কার
সংগঠন বিরোধী কার্যকালাপ ও অসামাজিক কার্যকালাপে জড়িত থাকার অপরাধে বাগেরহাট জেলা তাতীলীগের যুগ্ন আহবায়ক লিটু দাসকে বহিস্কার করেছে সংগঠনটি। এক প্রেস বিজ্ঞতিতে বাগেরহাট জেলা তাতীলীগের আহবায়ক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকী জানান,রবিবার বাগেরহাট জেলা তাতী লীগের কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠীত হয়। সভায় জেলা তাতীলীগের যুগ্ন আহবায়ক লিটু দাসকে অসামাজিক কার্যকালাপে জড়িত থাকা ও সংগঠন বিরোধী কার্যকালাপের জন্য তাকে অত্র সংগঠন থেকে বহিস্কার করা হয়।