সুন্দরবন রেজিমেন্ট সদর দপ্তর (বিএনসিসি) এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

582

খানজাহান আলী থানা প্রতিনিধি

সুন্দরবন রেজিমেন্ট সদর দপ্তর (বিএনসিসি) এর উদ্যোগে আজ সোমবার খুলনার খানজাহান আলী থানার বিভিন্ন এলাকায় হতদরিদ্র, অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবন্ত্র বিতরণ করেন,শিরোমণি,গিলাতলা, আফিলগেট, মীরেরডাঙ্গাসহ এসময় সুন্দরবন রেজিমেন্টের সদর দপ্তরের মেজর মোঃ শরীফুজ্জামান, লেঃ মিজানুর রহমান, সামরিক প্রশিক্ষক সার্জেন্ট আসলাম, সার্জেন্ট জয়দেব, কর্পোরাল শফিকুল আলম, বিএনসিসি ২১ ব্যাটালিয়ানের খানজাহান আলী কলেজের ক্যাডেট কর্পোরাল সাদিয়া আফরিন, সক্যাডেট ল্যাঃ জান্নাত,সুমি, ক্যাডেট কর্পোরাল মেহেদী হাসানসহ বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের উর্ধতন কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।