ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্তৃক বাড়ি দখল-এর প্রতিবাদে ক্ষতিগ্রস্ত পরিবারের মানববন্ধন

720

গাজী মাসুম, বিশেষ প্রতিনিধি

বটিয়াঘাটা কৃষ্ণনগরের (মোহাম্মনগর) বাবলু সড়কের আলী হোসেন, মেহেদী হাসান গং-দের এলাকার চিহ্নিত ভূমিদস্যু ইসলামী ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমান ও তার সহযোগী নবাব আলী খাকী, দেলোয়ার হাওরাদার গং কর্তৃক জমিসহ বাড়ি দখলের প্রতিবাদে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আজ  সোমবার বিকেল ৪টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধনের আয়োজন করে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। সাম্যবাদী দলের খুলনা জেলা সম্পাদক ও ১৪ দলের অন্যতম নেতা এফ এম ইকবালের সভাপতিত্বে এবং বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম মহাসচিব আফজাল হোসেন রাজুর পরিচালনায় সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলার সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, গণতান্ত্রিক পার্টির খুলনা জেলার সভাপতি সোলেমান হাওলাদার, খোদেজা হোসেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক খ ম শাহীন হোসেন, গতি’র সহ-সাধারণ সম্পাদক কামরুল কাজল, যুবলীগ নেতা এস এম এ রহিম, যুব ইউনিয়ন নেতা এড. আরিফিন কবির, সচেতন নাগরিক সমাজের মোঃ অহিদুজ্জামান, ক্ষতিগ্রস্ত পরিবার ও স্বজনদের মধ্যে মোঃ আলী হোসেন, শাহনাজ বেগম, আবু বক্কর হোসেন, আজিম উদ্দিন, মোজাহিদ পাপ্পু, হাসান, রাসেল প্রমুখ। বক্তারা বলেন, বর্তমান সরকারের খুলনার জনপ্রতিনিধিরা ও প্রশাসন যখন ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে সাড়াশী অভিযান শুরু করেছেন সেই মুহূর্তে ইসলামী ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে বাড়ি দখল খুবই দুঃখজনক।