মো. আলামিন খাঁন
খুলনা মহানগরীর ৭ নম্বর ঘাট এলাকায় ভৈরব নদ থেকে এক অঙ্গাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর মুখ মাফলার দিয়ে বাঁধা ছিলো। খালিশপুর থানার এস আই কাজী বাবুল জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আজ বুধবার সকাল ৯ টার দিকে রুজভেল্ট জেটি এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন ধারনা করা হচ্ছে ওই নারীকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করতে ও ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।