ফকিরহাটের বেতাগায় ডিজিটাল আরও একধাপ এগিয়ে

434

 ফকিরহাট থানা  প্রতিনিধি

ফকিরহাট উপজেলার বেতাগায় ডিজিটাল পদ্ধতির আরও একধাপ এগিয়ে। বিদ্যুৎ এর পাশাপাশি ল্যাম্পপোস্ট (সোলার) মাধ্যমে বেতাগা ইউনিয়ন আলোয় আলোকিত হয়েছে।ফকিরহাট উপজেলার আওয়ামীলীগ এর সভাপতি ও বেতাগা ইউনিয়নের চেয়ারম্যান স্বপন দাশ এর একান্ত প্রচেষ্টায় জনসাধারণের সেবক হয়ে বেতাগা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ১২/১৫ টি ল্যাম্প ফোস্ট বসিয়ে দিয়েছেন। ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ ও গুরুত্ত্ব পুর্ণ রোডে এই ল্যাম্প ফোস্টের মাধ্যমে ইউনিয়নের বাজার সহ ১৫০টি (দেড়শতদিক প্রায়)ল্যাম্প পোস্ট এর মাধ্যমে সন্ধ্যার পর থেকে বাজারের রোড ও প্রতি ওয়ার্ডের রোড এলাকায় আলোয় আলোকিত হয়েছে। এ কথা গুলো বেতাগা ইউপি পরিষদের সচিব এস এম দাউদ আলি জানান, বেতাগা ইউনিয়নের ১ং মাসকাটা,২ং মাসকাটা,৩ং ধনপোতা,৪ং চাকুলি,৫ং বেতাগা,৬ং তালবাড়ি,৭ং ষাটতলা,৮ং বিঘায়,৯ং কুমার খালি,মজলিশ খা,সটকা বাড়ি,লেবু বাড়ি,চাতক পুর পাখির মোর,চাদের ঢোন,জয় পুর,আশ্রয়ন প্রকল্প সহ গ্রামের রাস্তায় রাস্তায় এই ল্যাম্প ফোস্ট (সোলার)র মাধ্যমে সন্ধ্যার পর আলো জ্বলে ওঠে।বিদ্যুৎ না থাকলেও রাস্তায় রাস্তায় আলোয় আলোকিত থাকে।এ বিষয়ে শিক্ষক নাজমুল হুদা বলেন,বেতাগা ইউনিয়নের উন্নয়নের রুপকার স্বপন দাশ।শুধু বেতাগার অভিভাবক নন ফকিরহাট উপজেলা আওয়ামীলীগ তথা অসহায় জনসাধারণ মানুষের অভিভাবক।