মো. আলামিন খাঁন :
গতকাল ১৭ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১ টার সময় রুপসা কলেজ আয়োজিত মাদকের বিরুদ্ধে জনসচেতনতা মুলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমপি সালাম মূশের্দী বলেন মাদক আমাদের সমাজের বড় ব্যাধী যার ফলে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। মাদকের ভয়াবহ ছোবল থেকে আমাদের যুব সমাজকে বাচাতে হবে। শুধু মাদকের বিরুদ্ধে প্রশাসন একা কাজ করলে হবে না। তাই সমাজের সকল শ্রেনীর মানুষকে এগিয়ে আসতে হবে মাদক নির্মূলের কাজে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুপসা উপজেলার নির্বাহী অফিসার মো ইলিয়াছুর রহমান বিশেষ অতিথি ছিলেন উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো রাশেদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, আরো বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল,আবু আহাদ,প্রধান শিক্ষক হায়দার আলী, অধ্যাপক শ্যামল দাস সহ বিভিন্ন মান্যগন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।