ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা তাছু কাজীর ইন্তেকাল, রাষ্টীয় মর্যাদায় দাফন

543

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা কাজী তোফাজ্জেল হোসেন তাছু (৭২) শুক্রবার রাত ৩টায় পায়গ্রামস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ১কন্যাসহ বহু আত্মীয় স্বজন, শুভাকাংখী রেখে যান। এদিকে বেলা ২টায় মরহুমের কফিন বেজেরডাঙ্গা ঈদগাহ চত্ত্বরে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর ঈদগাহ চত্বরে প্রথম জানাযা এবং পায়গ্রামকবসায় নিজ বাড়ির আঙিনায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় ইউএনও আহমেদ জিয়াউর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা বিএমএ সালাম, মোঃ আসলাম খান, মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, মুক্তিযোদ্ধা কাজী ফরহাদ হোসেন খোকন, কাজী আবুল হোসেন, সুবোধ কুমার বসু , একেএম বাশার, ইব্রাহিম কাগজী, মোল্যা হেদায়েত হোসেন লিটু, মোঃ আব্দুল্লাহ, মোঃ সেকেন্দার আলী রাজু প্রমুখ। দোয়া পরিচালনা করেন মুফতি নুরুদ্দিন।