মোস্তফা আবিদ, রুপসা থানা প্রতিনিধি :
আজ ১৯ জানুয়ারী শনিবার জনদরদী খুলনা-০৪ আসনের এম.পি আব্দুস সালাম মূর্শেদী “সরকারী বঙ্গবন্ধু কলেজ এর নবীন বরন অনুষ্ঠানে যোগাদান করেন। অনুষ্ঠানে এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদ সহ সকল কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। এ সময় সালাম মূর্শেদী কলেজটির বেগম ফজিলাতুননেসা মুজিব ভবনের দ্বার উন্মোচন করেন এবং উন্নয়নের খোজ খবর নেন । এছাড়া উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সদিচ্ছা প্রকাশ করেন। তিনি সুন্দর ভাবে নিজেকে গড়ে তুলতে ছাত্র-ছাত্রীদের প্রতি আহবান জানান।
পরবর্তীতে খুলনা-০৪ আসনের মাননীয় এম.পি জনাব আব্দুস সালাম মূর্শেদী রূপসা উপজেলা পরিষদে ‘প্রশাসনিক’ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীগনের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন। অনুষ্ঠানে উপজেলার চেয়ারম্যান শেখ মোঃ কামাল উদ্দিন বাদশা সহ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইলিয়াছুর রহমান বক্তৃতা করেন। বিকেলের এ অনুষ্ঠানে মাননীয় এম.পি মহোদয় এ উপজেলার উন্নয়ন কর্মকান্ডের খোজ খবর শেষে দূর্নীতি ও অপরাধ দমন করে উপজেলা বাসীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কর্মকর্তাগনকে নির্দেশ দেন।