মো. আলামিন খাঁন, ডেক্স রিপোর্ট
গতকাল (১৮ জানুয়ারি) শুক্রবার রাত ৯ টার দিকে খুলনা মহানগরীর মডেল থানাধীন ট্রাক টার্মিনাল এলাকার একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দুইজনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতরা হলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হাসানবাগের বাসিন্দা কবির হোসেন এর ছেলে মেহেদী হাসান (১৭) ও সোনাডাঙ্গা বাস টার্মিনালের একটি লেদ কারখানার মিস্তি মো. আক্তার (৪৫)।
স্থানীয় সূত্রে জানাযায়, সোনাডাঙ্গা কাঁচা বাজারের পাশে লেদ মেশিনের কারখানা আছে আকতারের। তার সাথে হেলপার হিসাবে কাজ করতেন মেহেদী হাসান। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে। সোনাডাঙ্গা মডেল থানার ওসি মমতাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের মধ্যে থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এ হত্যাকান্ডের কোন আলামত পাওয়া যায়নি। তবে এ বিষয় অনুসন্ধান চলছে