খুলনায় মাদক ও জঙ্গী বিরোধী সমাবেশ

426
মো. আলামিন খাঁন
গতকাল (১৯ জানুয়ারি) শনিবার বেলা ৩ টায় খুলনার লবনচরা থানা কেএম’পি কমিউনিটি পুলিশের আয়োজনে খানজাহান আলী সেতুর পশ্চিম পাড়ে মাদক ও জঙ্গী বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক তিনি বলেন মাদকের সাথে যারা জড়িত তাদের কোন ছাড় নেয় এমনকি দলীয় কোন লোক জড়িত থাকলেও তাদের কেউ ছাড় দেওয়া হবে না মাদক বিক্রির দায়ে আটককৃত কোন ব্যক্তির জন্য সুপারিশ করলে তাকেও ছাড় দেওয়া হবে না মাদক আমাদের এই সমাজ কে ধবংস করে দিচ্ছে। সংসদ নির্বাচনী ইশতেহার ঘোসনা অনুযায়ী মাদক, ভূমিদস্যু, চাঁদাবাজ, ও জঙ্গীবাদ মুক্ত খুলনা উপহার দেওয়ার হবে জনগনকে। আগামী দুই মাসের মধ্যে মাদক,ভুমিদস্যু,চাঁদাবাজ, ও জঙ্গীবাদ মুক্ত  খুলনা গড়ার পত্যয় ব্যক্ত করেন। সমাবেশে সভাপতির বক্তব্য খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ( ভারপ্রাপ্ত) সরদার রাকিবুল ইসলাম বলেন খুলনাকে মাদক মুক্ত করার জন্য যা কিছু করার দরকার মেট্রোপলিটন পুলিশ করবে। ভূমিদস্যু দালাল ও মাদকের সাথে জড়িত যারা তারা এলাকায় কেউ থাকবে না এমনকি পুলিশের লোক ও যদি সাধারন মানুষের পকেটে মাদক ডুকিয়ে দিয়ে কাউকে হয়রানি করে সেই পুলিশের বিরুদ্ধে আধাঘন্টার মধ্যে ব্যবস্থা নিবো। খুলনা হবে ক্লিন সিটি গ্রীন সিটি। লবণচরা ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো শামিমুর রহমান শামিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা সদর থানা আওয়ামীলীগ এর সভাপতি এ্যাড সাইফুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন ডিসি সাউথ এহসান শাহ, এডিসি দক্ষিণ এম এম শাকিলুজ্জামান, এডিসি আর সিডি শেখ মনিরুজ্জামান মিঠু, এসি ডিবি এস এম কামরুজ্জামান, লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সহ উপস্থিত ছিলেন বিভিন্ন মান্য গন্য ব্যক্তি বর্গ।