আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত হবে বুলবুল

766

আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আগামীকাল বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস এ কথা জানান। তিনি বলেন, বুধবার সকাল ১১টায় সর্বসাধারণের শেষ শ্রদ্ধা জানানোর জন্য আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে সাড়ে ১২টা পর্যন্ত মরদেহ থাকবে। তাঁকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার দেওয়া হবে। এর পর জোহর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজা হওয়ার কথা আছে। আহমেদ ইমতিয়াজ বুলবুলকে কোথায় দাফন করা হবে, তা এখনো সিদ্ধান্ত হয়নি। তবে তাঁর একমাত্র সন্তান সামির আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি, আব্বাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত স্থানে দাফন করার অনুমতি দিন।

জানা যায়, আজ মঙ্গলবার আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ বারডেম হাসপাতালের শব হিমাগারে রাখা হবে। বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল (৬৩) আর নেই । (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকালে তিনি রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় মারা যান।