আড়ংঘাটায় ডাকাত দলের ৩ সদস্য আটক : দেশীয় অস্ত্র উদ্ধার

569

এস.কে মুরাদ হুসাইন-ক্রাইম রিপোর্টার (খুলনা )

খুলনার আড়ংঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে গতকাল ডাকাত দলের তিন সদস্যকে আটক করতে সক্ষম হয়।

তথ্যমতে,  আড়ংঘাটা চিংড়িখালী বরইতলা থেকে ৭জন ডাকাত ডাকাতির প্রস্তুতি গ্রহণ করেছিল। এ সময় পুলিশ ৩জনকে  আটক করে। বাকিরা পালিয়ে যায়। আটককৃতরা হলো  ইয়ামিন ( ২৪),  পিতা-খলিল মুন্সি , সাং-মুজগুন্নি,  শাহ মোঃ পারভেজ ( ২৫), পিতা-আঃ রহমান, সাং-মুজগুন্নি ও  মোঃ তানভীর মীর (২৫),  পিতা- গফ্ফার মীর,  সাং-শিরেমনি, থানা-খানজাহান আলী । এ সময় তাদের কাছে পাওয়া যায় চাপাতী, ২টি রামদা, ৩টি লোহার শাপল, ১ টি প্লাস, ১টি হাতুরি , ১টি স্কুব ডেরাইবার, রশি। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়।  যার মামলা নং ১২।

আড়ংঘাটা থানার ওসি রেজাউল করিম জানান, ডাকাত দলের বাদবাকি সদস্যদের  গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে।