মো,আলামিন খান :
গতকাল (২০ জানুয়ারী) রবিবার বিকালে নগরীর লবনচরা থানাধীন রুপসা সেতু এলাকা থেকে মো সুলতান শেখের ছেলে শফিকুল ইসলাম ওরফে অপু (২০) কে ইয়াবাসহ গ্রেফতার করে র্্যাব। র্্যাব-৬ খুলনার স্পেশাল কমান্ডার মেজর এ এম আশরাফুল ইসলাম (পিপিএম) জানান র্্যাব তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারী, জলদস্যু, অস্ত্র ব্যবসায়ী, ডাকাত, কালোবাজারী,মানবপাচারকারী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাস ও জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় র্্যাব -৬ এর একটি অভিযানকারী দল জিরোপয়েন্ট এলাকা থেকে ইয়াবাসহ অপুকে গ্রেফতার করে