খুলনায় সুবিধাবঞ্চিত শিশু সুরক্ষায় সভা অনুষ্ঠিত

513
মোঃ আলামিন খাঁন 

আজ (২২ জানুয়ারী) মঙ্গলবার সকালে সুবিধাবঞ্চিত শিশুদের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে একটি বিভাগীয় পরামর্শক সভা অনুষ্ঠিত হয়। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর সহযোগিতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই পরামর্শক সভার আয়োজন করে। পরামর্শক সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও পরিকল্প পরিচালক মো আইনুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ হোসেন আলী, এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জিয়াউর রহমান, খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মান্য গন্যব্যক্তি বর্গ।