ফকিরহাট সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ৩২

626

ফকিরহাট থেকে বাদশা আলম

ফকিরহাটের কানার পুকুর এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে বেপরোয়া গতিতে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সেপ্রেসের সাথে খুলনাগামী ট্রাকের মুখমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই ৩জন নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় এ ঘটনায় আহত হয়েছে ৩২জন। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও খুমেক হাসপাতাল সহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠিয়েছে ফায়রসার্ভিস ইউনিটের সদস্য ও স্থানিয়রা। নিহতদের মধ্যে ট্রাক ড্রাইভার কামরুল(৩২) সাতক্ষিরা সদর উপজেলা কামার নগর গ্রামের সামসুর জামান এর পুত্র ও বাসের যাত্রী মোল্লাহাট উপজেলা ভৈরব নগর গ্রামের পরেশ পোদ্দারের পুত্র বিপিন পোদ্দার (৫১)। টুঙ্গিপাড়া এক্সপ্রেসে থাকা ২৫ বছর বয়সি নিহত এক যুবকের নাম পরিচয় জানা যায়নি। এঘটনায় উক্ত সড়কে ৩ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বেলা ৩টায় যান চলাচল সাভাবিক করে ফকিরহাট থানা ও কাটাখালী হাইওয়ে থানা পুলিশের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মলয় ও বাগেরহাট ফায়ার সার্ভিস ইউনিটের ডিএডি মাসুদ।