মণিরামপুরে শীতকালীন ফুটবল টুর্নামেন্ট-২০১৯ অনুষ্ঠিত

607

শামছুজ্জামান মন্টু, স্টাফ রিপোর্টার
গতকাল মণিরামপুর উপজেলার হরিদাশকাটি ইউনিয়নের দিগঙ্গা-কুচলীয়া-হরিদাশকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মণিরামপুর ও অভয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে প্রতিযোগিতামূলক শীতকালীন ফুটবল টুর্নামেন্ট-২০১৯ অনুষ্ঠিত হয়। তপন কুমার বিশ্বাস ও দেবাশীষ বিশ্বাসের সার্বিক তত্বাবধানে ঢাকুরিয়া প্রতাপকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোজিত বিশ্বাসের সভাপতিত্বে টুর্নামেন্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিগঙ্গা-কুচলীয়া-হরিদাশকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কান্তি সরকার, সবেক প্রধান শিক্ষক ভক্ত দাস বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক মিহির কুমার চ্যাটার্জী ও চিত্তরঞ্জন বিশ্বাস, ম্যানেজিং কমিটির সদস্য শ্যামল কান্তি মন্ডল, সহকারী শিক্ষক প্রকাশ মল্লিক, সুদীপ বিশ্বাস, মানষ মুকুল বিশ্বাস প্রমূখ। টুর্নামেন্টের শেষ পর্যায়ে পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা ২-১ গোলে দিগঙ্গা-কুচলীয়া-হরিদাশকাটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের পিছনে ফেলে নিজেদের বিজয় নিশ্চিত করে।