জিএসকে শান্ত :
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ পুটখালী বিওপি’র একটি টহল দল
গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী
গ্রামস্থ গরুর খাটালের পাশে টাওয়ারের নীচে গত ২০ জানুয়ারি আনুমানিক রাত সারে ৯টায় তিনজনের একটি চোরাকারবারী দলের দেখা পেয়ে তাদের পিছু ধাওয়া করে। এ সময় বিজিবি টহল দলের তাড়ায় চোরাচালানী দল পালানোর চেষ্টাকালে বিজিবি সদস্যগণ মোঃ রুবেল হোসেন (২৩), পিতা- মোঃ দুরুদ সরদার,
গ্রাম-পুটখালী (জেলেপাড়া), পোষ্ট-বালুন্ডা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ১৯৮ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি সূ্ত্রে জানাযায়।