খুলনায় অবৈধ দখল উচ্ছেদ ও ড্রেন সংস্কার করে জলাবদ্ধতা দূরীকরনের দাবিতে ধর্মঘট

405
মো,আলামিন খান:
গতকাল ( ২১ জানুয়ারী) সোমবার সকালে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে নগর ভবনের সামনে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করা হয়। খুলনা মহানগরীর প্রান ময়ূরনদী সহ ২২টি খালের অবৈধ দখল উচ্ছেদ ও ড্রেন সংস্কার করে জলাবদ্ধতা নিরসনের দাবীতে অবস্থান ধর্মঘট ও কেসিসির মেয়রকে স্মারকলিপি প্রদান করেছে উন্নয়ন কমিটি। উন্নয়ন কমিটির সভাপতি শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন মহাসচিব শেখ আশরাফ উজ জামান,সিপিবির এইচএম শাহাদাত হোসেন, আইনজীবী সমিতির সভাপতি নুরুল হাসান রুবা, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান বাবু, এ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ, আরজুল ইসলাম আরজুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। স্মারকলিপি গ্রহন করে মেয়র উন্নয়ন কমিটির দাবী বাস্তবায়নের পদক্ষেপ নেয়ার কাজ শুরু করার কথা জানিয়ে ক্রমান্বয়ে সব অনিয়ম দূর করার প্রতিশ্রুতি দেন সিটি মেয়র।