শিরোমনি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ

530
এম হুসাইন সাব্বির, খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ

খানজাহান আলী থানার ১নং আটরা গিলাতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শিরোমণি মধ্যপাড়া এবং উত্তরপাড়ায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনার জেরে দুই গ্রুপের  কয়েক দফায় সংঘর্ষের ঘটনায় রাশেদুল ইসলাম(৩০) ও আহাদ(২৮) নামের দু’জন আহত হয়েছে। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাযায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওয়ার্ডের মেম্বর নবিরুল ইসলাম রাজা এবং শেখ হাবিবুর রহমানের মধ্যে মনোমালিন্য চলে আসছিলে। গত ১৯ জানুয়ারী শিরোমণি অগ্রগতি যুব সংঘের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তুচ্ছ ঘটনায় দুই গ্রুপের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে রবিবার সন্ধ্যায় শিরোমণি শহীদ মিনার চত্তরে রাশেদকে মারপিট করে তার চোখসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। এই ঘটনায়পর প্রতিপক্ষ গ্রুপ রাত সোয়া ৯টার দিকে শিরোমণি মধ্যপাড়ার আহাদকে মারপিট করে তার হাত ভেঙ্গে দেয়। আহত আহাদের পরিবার জানান শত্রুতা করে আহাদকে হাবিবের লোকজন মারপিট করে তার হাত ভেঙ্গে দিয়েছে। এদিকে আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় একে অপরকে দায়ী করে আহতদেরকে নিজেদের লোক দাবী করেন। বর্তমান শিরোমনি এলাকায় উত্তেজনা বিরাজ করছে।