খুলনায় ইজিবাইক লাইসেন্স কার্যক্রমের উদ্বোধনে খুলনা সিটি মেয়র  

646

মো : আলামিন খান:

গতকাল(২১ জানুয়ারি) সোমবার সকাল ১০ টায় নগর ভবনে একজন ইজিবাইক চালকের হাতে ফরম তুলে দেওয়ার মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। প্রতি ফরমের মূল্য ৫শ’ টাকা চার বছর পর শহরে ইজিবাইক চলাচলের লাইসেন্স দেওয়া হল শুরু হল। কেসিসির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইজিবাইক মালিক ও চালকরা। এতে করে শহরের শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করছেন শহরবাসী। কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার এস কে এম তাছাদুজ্জামান বলেন অফিস চলাকালীন সময় নগর ভবন থেকে এ ফরম সংগ্রহ করা যাবে। ইজিবাইক লাইসেন্স ফরম নিতে গেলে চালক বা মালিককে শহরের স্থায়ী বাসিন্দার ভোটার আইডি কার্ডের ফটোকপি, তিনকপি পাসপোর্ট সাইজের ছবি, ইজিবাইকের মালিকানা কাগজপএ সহ আরো কিছু প্রয়োজনীয় কাগজপএ লাগছে। এসব কাগজপত্র গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে ফরমের সঙ্গে সংযুক্ত করে জমা দিতে হবে।