খুলনায় মাদক বিরোধী অভিযান চলমান : কেএমপি কমিশনার

534
মোঃ আলামিন খাঁন, ক্রাইম রিপোর্টার
 খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এর ভারপ্রাপ্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম বলেন গত এক মাসে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৩৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও ব্যাপক মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু  তথ্যটি  নিশ্চিত করেন।
তিনি জানান, খুলনা মহানগরীতে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হয় । এরই ধারাবাহিকতায় তাঁর নেতৃত্বে ও নিবিড় তত্ত্বাবধানে শুরু হয় মাদক বিরোধী অভিযান যা বর্তমানে চলমান আছে। এ সকল অভিযানে উদ্ধার করা হয়েছে ইয়াবা ২৭১৮ পিস, গাঁজা ২০৯৫ গ্রাম, ফেন্সিডিল- ১২০ বোতল, চোলাই মদ- ২১৩.৫ লিটার, অ্যালকোহল- ২.৫ লিটার, বিদেশী মদ- ২ বোতল, বিয়ার- ২৪ ক্যান, কেরু- ৩ বোতল, হুইস্কি ৩ বোতল ও ডিনেচার্ড স্পিরিট ৫ লিটার।
নগরবাসীর উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েলও খুলনা নগরকে মাদকমুক্ত করার কথা জানিয়েছেন।
অসাধু পুলিশ সদস্যের উদ্দেশ্যেও সতর্কবার্তা দিয়েছেন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার।