খুলনায় এ বছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা কমেছে

537
মোঃ আলামিন খান,  সিআইএনটিভি২৪ ডেক্স
আজ (২৭ জানুয়ারী) রোববার  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান বলেন, প্রশ্নফাঁস রোধসহ সুন্দরভাবে পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রয়েছে। আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় খুলনা জেলায় গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। তবে কেন্দ্রের সংখ্যা বেড়েছে। ২ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। খুলনা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খুলনা জেলায় এ বছর মাধ্যমিক পর্যায়ের এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৩২ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২৭ হাজার ৬৮৪ জন, দাখিল পরীক্ষার্থী ৩ হাজার ১৩৯ জন এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী ২ হাজার ১৪৯ জন। এসব পরীক্ষার্থীরা খুলনার ৮৬টি কেন্দ্র পরীক্ষা দেবে। ৮৬টি কেন্দ্রের মধ্যে এসএসসিতে ৫৫টি, দাখিলে ১৩টি ও এসএসসি ভোকেশনালে ১৮টি কেন্দ্র রয়েছে।