খুলনায় মাদকসহ গ্রেফতার ৮

439
মোঃ আলামিন খাঁন :
গতকাল (২৬ জানুয়ারী) শনিবার বিকেলে নগরীর স্টেশন রোডে বার্মাশীল এলাকা থেকে ১০৫ লিটার দেশী মদ ও ইয়াবাসহ  ৮ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে কেএমপি পুলিশ।
কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঠু জানান, সদর থানার অদূরে স্টেশন রোডস্থ বার্মাশিল ২নং গলি এলাকায় অভিযান চালিয়ে ১০৫ লিটার দেশী তৈরি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত মোঃ আল-আমিন গাজী (২৭) কে গ্রেফতার করা হয়েছে। সে সাতক্ষীরার আশাশুনি এলাকার শ্রীউলা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে, দীর্ঘদিন বার্মাশীল এলাকায় মাদক বিক্রয়ের সাথে জড়িত। তার বিরুদ্ধে খুলনা থানায় মামলা হয়েছে। এছাড়া শুক্রবারে অভিযানে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে সাতজন মাদক বিক্রেতাকেসহ ৩৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।