মোঃ আলামিন খাঁন
আজ (২৭ জানুয়ারী) বেলা ১১ টায় রূপসা থানা পুলিশ আয়োজিত পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি থানা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় থানায় আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়। রূপসা থানার নবাগত অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা পুলিশিং কমিটির সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মালিক সরোয়ার উদ্দিন, আইচগাতী ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি ইমদাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, নৈহাটী ইউনিয়ন সভাপতি আ. গফুর খান, ঘাটভোগ ইউনিয়ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ আল মামুন সরকার, রাজিব দাস টাল্টু, আলহাজ্ব নজরুল ইসলাম, শেখ আসাদুজ্জামান, এসআই ইন্দ্রজিত মল্লিক, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু,আখতার খান, এইচ এম মনি প্রমুখ।