খুলনা বিআরটিএ অফিসে দুদুকের অভিযান

596
মোঃ আলামিন খান, ক্রাইম রিপোর্টার-খুলনা
খুলনার বাদামতলা বিআরটিএ অফিসে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় তিন ঘন্টার অভিযান পরিচালিত হয়েছে। এ সময় দুদুকের অভিযানের খবর পেয়ে দালালরা দেয়াল টপকে পলিয়ে যায় এবং মোড়ল মার্কেটের অধিকাংশ দোকান বন্ধ হয়ে যায়।
দুদুক সুত্রে জানাগেছ, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাওনা মিয়ার নেতৃত্বে সহকারী পরিচালক আমিনুর রহমান, তপন কান্তি ঘোষ ও উপ-পরিচালক নীল কমল পাল বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করেন। তারা জানান অফিসে রেজিস্ট্রেশন, গাড়ীর কাগজপত্র তৈরী, ড্রাইভিং লাইসেন্স করতে ধাপে ধাপে ঘুষ দিতে হয় এমন একাধিক অভিযোগের প্রেক্ষিতে এবং প্রতিষ্ঠানটিতে দালাল বেড়ে যাওয়ায় বাদামতলাস্থ শিরোমণি বিআরটিএ অফিসে প্রবেশ করে মূল ফটকে তালা লাগিয়ে দিয়ে অভিযান চালায়। অভিযানের খবর জানতে পেয়ে দালালরা প্রতিষ্ঠানটির দেওয়াল টপকে পালিয়ে যায় এবং মুহুর্তের মধ্যে বন্ধ হয়ে যায় পাশে অবস্থিত মোড়ল মার্কেটের অনেক ফটোকপির সহ বেশ কয়েকটি দোকান। দুপুর পর্যন্ত চলা অভিযানে প্রতিষ্ঠানটির উপ-পরিচালকসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের সাথে বৈঠক করে দুদুক টীম।