ফকিরহাটের সংবাদ

459

ফকিরহাটে স্বপন দাশ একক
উপজেলা চেয়ারম্যান প্রার্থী

বাগেরহাটের ফকিরহাটে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগা ইউনিয়ন পরিষদের ৫ম বারের নির্বাচিত চেয়ারম্যান স্বপন দাশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়াম রুমে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বিশেষ বর্ধিত সভায় এই সিধান্ত গৃহীত হয়। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে অন্য কোন প্রার্থীর নাম না প্রস্তাব করায় একক প্রার্থী হলেন দুই বারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। অপর দিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোস্তাইদ সুজা, যুগ্ন-সাধারন সম্পাদক ফকির কওসার আলী ও উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ¦ ওয়াহিদুজ্জামান বাবুর নাম তৃনমূলের নেতারা প্রস্তাব ও সমর্থন করার সে বিষয়ে কোন চুড়ান্ত সিধান্ত না নিয়ে ৩জনের নাম কেন্দ্রিয় কার্যালয়ে পাঠিয়ে দেওয়ার সিধান্ত গৃহীত হয়েছে। সুত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়াম রুমে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বিশেষ এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শীবপ্রসাদ ঘোষ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাডঃ হেমায়েত উদ্দিন ভূইয়া। উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলুর সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগের নের্তৃবৃন্দ সহ বিভিন্ন নেতা-কর্মী ও সমার্থক উপস্থিত ছিলেন। ###

ফকিরহাট ২৪০ কৃষকদের
মাঝে সার ও বীজ বিতরণ

বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় খরিপ-১, ২০১৮-১৯ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন মুগ ডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৪০জন কৃষক-কৃষানীদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার নাছরুল মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। এসময় উপ-সহকারি উদ্ভীদ ও সংরক্ষণ কর্মকর্তা নয়ন সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়, শেখ বিল্লাল হোসেন, বিপ্লব দাশ, মোঃ সোলাইমান আলী, দিপায়ন দাশ, বিপুল পাল, প্রদীপ মন্ডল, বিপুল মজুমদার, অভিজিৎ গাইন, নাজির আহম্মেদ, দেবদাশ বালা, তানিয়া রহমান, আফরোজা মুমু, ভাগ্য মন্ডল, শানজিদা আক্তার সহ কৃষকগন উপস্থিত ছিলেন। ###

ফকিরহাটে জাতীয় পার্টির
দোয়া ও মিলাদ মহফিল

বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে সোমবার সন্ধ্যায় উপজেলা জাপা কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রেসিডেন্ট আলহাজ্ব হুসাইন মুহম্মদ এরশাদ এর সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শেখ জালার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মাওঃ এস এম আল জুবায়ের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আলাল উদ্দিন আলাল। এসময় জাপা নেতা শেখ বাবুল আহম্মদ শেখ, জাফর উল্লাহ জাফর, শেখ হাসান আলী, খান এরশাদুজ্জামান মাসুদ, সুলতান মল্লিক, হাবিবুর রহমান, শেখ সাহিদুল ইসলাম, যুব সংহতির সভাপতি শেখ আনিসুজ্জামান, সাধারন সম্পাদক সরদার আরিফুজ্জামান আরিফ, জাহাঙ্গির হোসেন, মোঃ বরকত শেখ, ছাত্র সমাজের সভাপতি শেখ ইসমাইল হোসেন, সাধারন সম্পাদক এস এম বদরুদ্দৌজা শিমুল, স্ব্ছোসেবক পার্টির আহবায়ক মোঃ আল মামুন, হৃদয় বিশ্বাস সহ দলীয় বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। ###

ফকিরহাটের মটর সাইকেল
দুর্ঘটনায় দুজন আহত

বাগেরহাটের ফকিরহাটে আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেওয়ার সময় মটরসাইকেল র্দুঘটনায় বাবুল শিকারী ও এসকেন শেখ নামের দুজন গুরুত্বর আহত হয়ে খুমেকে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে কাটাখালী এলাকায় এই র্দুঘটনা ঘটে। আহতরা হলেন বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেওয়ার সময় তারা ১টি মটরসাইকেল যোগে ফকিরহাট যাচ্ছিলেন। এসময় র্দুঘটনার কবলে পড়ে মারাত্বক আহত হলে স্থানীয়রা তাদের দুজনকে খুমেকে ভর্তি করেন। খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ তাদেরকে দেখতে হাসপাতালে ছুটে যান। ###

পুলিশ সেবা সপ্তাহ ২০১৯
বাগেরহাটে ৯৯৯ এর প্রচারণায় র‌্যালী

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ৯৯৯-এর সেবা সম্পর্কে জনগণকে অবহিত করতে সচেতনতামূলক র‌্যালী করেছে বাগেরহাট জেলা পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ লাইন থেকে র‌্যালীটি শুরু হয়ে দশানী ট্রাফিক মোড়, বাসস্ট্যান্ড, সাধনার মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনে এসে শেষ হয়।
র‌্যালীতে বাগেরহাট ফায়ার সার্ভিস,স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগ অংশ নেয়। ৯৯৯ লেখা সম্বলিত পুলিশের গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ি ও এ্যাম্বুলেন্স র‌্যালীতে অংশগ্রহন করে।
সচেতনতামূলক এ র‌্যালীতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহদাত হোসেন, মোংলা সার্কেল খায়রুল আলম, ফকিরহাট সার্কেল মিজানুর রহমান, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন, ওসি ডিবি মোঃ রেজাউল করিম, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) আল ফারুকসহ পুলিশ সদস্যরা অংশগ্রহন করেন।
বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, টোল ফ্রি (কোন প্রকার চার্জ ছাড়া) ৯৯৯ এ ফোন করলে পুলিশ, ফায়ার সার্ভিস ও এ্যাম্বুলেন্স সেবা নিতে পারবে জনসাধারণ। এছাড়াও যেকোন ধরনের সমস্যায় ৯৯৯ এ ফোন করলে কাঙ্খিত সেবা নিতে পারবে জনগণ বলে জানান এ কর্মকর্তা।#

বাগেরহাটে সেবা মানব কল্যান কেন্দ্র হকার ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরন

বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর পক্ষে হকার ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকালে সেবা মানব কল্যান কেন্দ্রর আয়োজনে, দশানিস্থ প্রধান কার্য্যালয়ের সংগঠনের নির্বাহী পরিচালক এম মনজুর কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরনে উপস্থিত থেকে হকার ও দুস্থদের মাঝে কম্বল বিতারন করেন বাগেরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট শরিফা খানম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য তালুকদার রিনা সুলতানা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের দর্পনের বাগেরহাট জেলা প্রতিনিধি সৈয়দ শওকত হোসেন,সাংবাদিক মোয়াজ্জেম হোসেন মজনু, এসএম রাজ, সোহাগ হাওলাদার,সেবা মানব কল্যান কেন্দ্রর মনিটরিং অফিসার এম ডি সেলিম হোসেন, লজেষ্ট্রিক অফিসার নাসরীন আকতার, আইটি অফিসার রাজীব কুমার সাহা প্রমুখ।