সাতক্ষীরায় তৃণমূলের ভোটে এস এম শওকত হোসেন বিজয়ী

657
বদরুজ্জামান খোকা, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ- সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান পদে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে রবিবার সকাল ১২ ঘটিকার সময় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী ভবনে অনুষ্ঠিত হয়।তৃণমূলের ভোটের মাধ্যমে আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নৌকার মাঝি নির্ধারণ করা হয়। সদর উপজেলার সর্বমোট ৩৯০ ভোটের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন ১৬৪ ভোট পেয়ে প্রথম স্থানে নির্বাচিত হন। বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুর জামান বাবু ১৪৪ ভোট পেয়ে দ্বিতীয় স্থান এবং বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম মোর্শেদ ৬২ ভোট পেয়ে তৃতীয় স্থান ও শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান ২০ ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করেন। গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা তৃণমূলের ভোটের সুযোগ দেওয়ায় নেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সদর উপজেলা কাউন্সিলাররা ভোট দিয়ে নেতা নির্বাচিত করে খুব খুশি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। এছাড়া বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তৃণমূল থেকে নৌকার মাঝি নির্ধারণ করতে তারা পিছনের সকল কথা ভুলে কাঁধে কাঁধ রেখে কোন ভেদাভেদ না রেখে একত্রিত হয়। যে নৌকা পাবে সাতক্ষীরা থেকে তাকে নির্বাচিত করার জন্য আহ্বান করেন। সবশেষে তৃণমূলের ভোটে এস এম শওকত হোসেন নির্বাচিত হওয়ায় তাকে সকল স্তরের নেতা-কর্মী ও সমার্থকরা অভিনন্দন জানান।