খুলনা জেলার উন্নয়ন ও পরিকল্পনা গ্রহনে মতবিনিময় সভা

378
মোঃ আলামিন খান :
গতকাল (০৩ ফেব্রুয়ারী) রবিবার সকাল ৯টার সময় জেলা প্রশাসক সন্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় আয়োজন করা হয়। এসময় খুলনার সব উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন, জলাবদ্ধতা নিরসন, মেরিন একাডেমি, টেকসই বেড়িবাধ, কৃষি বিশ্ববিদ্যালয়, মোংলা বন্দরের উন্নয়ন ও পাবলিক হল নির্মাণসহ ১৩ দফা দাবি জানানো হয়। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, সকলের মতামতের ভিত্তিতে খুলনার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে উদ্যোগ নিতে বলা হয়েছে। পর্যায়ক্রমে এ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। জমি অধিগ্রহণে জটিলতা ও মামলার কারনে অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বিলম্ব হচ্ছে। তবে আগামী জুনের আগেই আইটি ভিলেজ নির্মান কাজের উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন  খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম হাবিব, সাবেক সভাপতি বেগম ফেরদৌসী আলী, মকবুল হোসেন মিন্টু, এস এম নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সভাপতি এসএম জাহিদ হোসেন, ফারুক আহমেদ, মো. সাহেব আলী, মুন্সি মাহবুব আলম সোহাগ প্রমুখ।