সাতক্ষীরায় জাতীয় সংগীত শুদ্ধ করে গাওয়া প্রতিযোগিতা

653

বদরুজ্জামান খোকা, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ-

সাতক্ষীরা সদর উপজেলা বি কে আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় জাতীয় সংগীত শুদ্ধ করে গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ ৬ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ ঘটিকার সময় অারম্ভ হয়। বিকে আর্দশ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় সভাপতি বলেন ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীত অনেকেই শুদ্ধ করে গাইতে পারে না। সেজন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে স্কুল লেভেল থেকে শুরু করে ছাত্র-ছাত্রীর মাধ্যমে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জাতীয় সংগীত শুদ্ধ করে গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসার সুপার মইনুদ্দিন, মির্জানগর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল আহাদ, মির্জানগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন মাস্টার আব্দুল্লাহ, আসাদুল বাসার, প্রদীপ কুমার, মমিনুর রহমান, তাসলিমা খাতুন,প্রণয় কৃষ্ণ,বদরুজ্জামান প্রমুখ। বক্তারা দলীয় ভাবে জাতীয় সংগীত গাওয়া শেষে বিচারক দের নাম্বার বন্টন এর মাধ্যমে সর্বমোট ৫০০ নম্বর এর মধ্যে ৪৫৮ নম্বর পেয়ে বিকে আদর্শ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা প্রথম স্থান অধিকার করে। ৩৮৩ নম্বর পেয়ে আলহাজ্ব মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসার ছাত্র/ছাত্রীরা ২য় স্থান। ৩৭৩ নম্বর পেয়ে মির্জানগর মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান। ৩৬৩ নাম্বার পেয়ে চতুর্থ মির্জানগর মাধ্যমিক বিদ্যালয়। ৩৫২ নাম্বার পেয়ে পঞ্চম ভবানীপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা। জাতীয় সংগীত শুদ্ধ করে গাওয়ার জন্য সুর, তাল, উত্তরণ, লয়ে এবং দলীয় গায়ক এর মধ্যে নাম্বার বন্টন করা হয়। অনুষ্ঠান পরিচালনা কালে মাস্টার আব্দুল্লাহ বলেন যারা প্রথম স্থান অধিকার করেছে তারা পরবর্তীতে উপজেলা জাতীয় সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তিনি আরও বলেন জাতীয় সংগীত শুদ্ধ করে গাওয়া সকল ছাত্র/ছাত্রী ও শিক্ষক কর্মচারীদের উচিত।