খালেদা জিয়াকে মুক্ত করতে না পারা, এটা নিজেদের ব্যর্থতা : শীর্ষ নেতৃবৃন্দ

518

এক বছরেও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারার জন্য নিজেদের ব্যর্থতাকে দায়ী করলেন বিএনপির শীর্ষ নেতারা। তাদের মতে, আইনি প্রক্রিয়ায় বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। প্রয়োজন রাজপথের আন্দোলন ও সরকারের সদিচ্ছা।

বেগম জিয়ার মুক্তির আন্দোলন, জোরদার করতে নেতাকর্মীদের সুসংহত করার ওপরও গুরুত্ব দিলেন বিএনপি নেতারা।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের এক বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনির্য়াস ইনস্টিটিউশনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপি।

প্রতিবাদ সভায় বিএনপি নেতারা বলেন, আইনি প্রক্রিয়ায় বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব নয়, এর জন্য দরকার রাজপথের আন্দোলন। আর এ আন্দোলন গড়ে তুলতে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেন তারা।

ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ‘হাজার হাজার নেতাকর্মী আছেন। তারা আন্দোলনের জন্য প্রস্তুত। কিন্তু আমরা যারা নেতৃত্বে আছি তারা সফল নই।’

প্রতিবাদ সভার প্রধান অতিথি খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘দলের ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পুনর্বাসন এবং দলকে সুসংগঠিত করে খুব শিগগিরই বেগম জিয়ার মুক্তি আন্দোলন শুরু করবেন তারা।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা পরাজিত হইনি। জনগণের কাছে বিএনপির প্রত্যেকটা প্রার্থী বিজয়ী হয়েছে।’
ডিসেম্বরের নির্বাচনে বিএনপি পরাজিত হয়নি দাবি করে বিএনপি নেতারা বলেছেন, এ নির্বাচনে নৈতিকভাবে পরাজিত হয়েছে বিএনপি।