পাসওয়ার্ড হ্যাক হলেই জানাবে নতুন এই এক্সটেনশন

683

গুগল ক্রোম ‘পাসওয়ার্ড চেকআপ’ নামে নতুন এক্সটেনশন চালু করেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ‘আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা তা স্বয়ংক্রিয়ভাবে আপনাকে জানাতে পারবে এই এক্সটেনশন।

নতুন এক্সটেনশন সম্পর্কে গুগল জানিয়েছে, অন্য কেউ যদি কোনো ইউজারের পাসওয়ার্ড হ্যাক করে তবে ‘পাসওয়ার্ড চেকআপ’ এক্সটেনশন স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড রিসেট করবে। এতে একাউন্ট হ্যাক হবার ঝুঁকি অনেক কমবে।

কোনো সময় পাসওয়ার্ড হ্যাকের তথ্য পেলেই সঙ্গে সঙ্গে ‘পাসওয়ার্ড চেকআপ’ সতর্ক করে দেবে ইউজারকে। এতে ইউজারকে তাৎক্ষণিকভাবে পাসওয়ার্ডকে পরিবর্তন করার জন্যও বলা হবে।