ফকিরহাট সংবাদ

691

বেতাগার অহংকার নৃত্য শিশুশিল্পী সৌমিতা
দাস (দিশা)

ফকিরহাট প্রতিনিধি।
ফকিরহাট উপজেলার বেতাগা এলাকার গুনি শিশু নৃত্য শিল্পি সৌমিতা দাস দিশা এখন বেতাগার অহংকারে পরিনত হয়েছে। তার নৃত্য কবিতা আবৃতি গান ও সাংস্কৃতির একাধিক প্রতিভা যেন সকল বিচারকদের মনকে জয় করে এক অনন্য শিক্ষরে পৌঁছে দিয়েছে। তার এই প্রতিভার ধারা উত্তর উত্তর বৃদ্ধি পাবে বলে সুধিজনের অভিমত।
জানা গেছে, বেতাগা গ্রামের দুলাল দাস এর কন্যা ও বেতাগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর মেধাবী ছাত্রী সৌমিতা দাস দিশা খুব ছোট্ট বেলা হতে নৃত্য কবিতা আবৃতি গান ও সাংস্কৃতিকমনা পরিবেশে বেড়ে উঠে। খুব ছোট বেলায় সে যখন হাটি হাটি করে পা ফেলে তখন হতে মায়ের কোলে চড়ে নৃত্যের প্রতি মনোযোগী হয়ে পড়ে। মা চম্পা রানী দাস কন্যাকে একজন বড় মাপের নৃত্য শিল্পি হিসাবে গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু সে বড় মাপের নৃত্য শিল্পি না হলেও তার একাধিক প্রতিভা যেন সকলের মন-কে জয় করতে সক্ষম হয়েছে। এত অল্প বয়সে এত গুলি সনদ ক্রেষ্ট ও পুরস্কার পেয়ে সে যে এত উপরে উঠবে তা কেউ কল্পনাও করতে পারেনী। মধ্যবৃত্ত পরিবারের কন্যা হওয়া সত্তেও এত গুনের অধিকারী যেন সকলের মনকে আকৃষ্ট করবে। তার নৃত্য কবিতা আবৃতি আর গান যেন সকলের হৃদয়ে হৃদয়ে স্থান করে নিয়েছে। সুত্র মতে সৌমিতা দাস দিশা ইতিমধ্যে বেশ কয়েকটি নামী-দামী শিল্পগোষ্টি হতে পুরস্কার পেয়ে বেতাগার গর্ব হিসাবে সুনাম অর্জন করেছে। তার মধ্যে বাংলাদেশ নৃত্য শিল্পি সংস্থা খুলনা বিভাগীয় কমিটি-২০১৭ হতে দ্বিতীয় পুরস্কার, জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা-২০১৯-তে উপজেলা শ্রেষ্ট, লোকনৃত্য প্রতিযোগীতায় দ্বিতীয়, বাগেরহাট শিশু একাডেমি বাগেরহাট হতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় তৃতীয়, আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় জেলা পর্যায়ে নৃত্যতে তৃতীয় ও উপজেলা আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় সাধারন নৃত্যে ১ম স্থান অর্জন করে। এছাড়া জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করে সে একাধিক পুরস্কারে ভুয়ষী প্রসংশা পাওয়ার গৌরব অর্জন করেছে। ###

বেতাগায় বয়স্ক ভাতা বাস্তাবায়ন কমিটির সভা

ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন বয়স্ক ভাতা বাস্তাবায়ন কমিটির বাছাই সংক্রান্ত সভা গতকাল বৃহস্পদিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে ও ইউপি সচিব এসএম দাউদ আলী সঞ্চালনায় অন্যান্যেও মধ্যে বক্তৃতা করেন, উপজেলা উপ-সহকারী সমাজসেবা অফিসার ও সমাজকর্মি মোঃ কামাল হোসেন, প্যানেল চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, শিক্ষাবিদ দুলাল চন্দ্র দাশ, সুধির রায় চৌধুরী, মহিলা সদস্যা রাফেজা বেগম, কামরুন্নাহার নীপা, সন্ধ্যা রানী দাশ, জামাল উদ্দিন ফকির, আলমগীর হোসেন, ফোরকান শিকারী, আব্দুর রাজ্জাক, নিমলেন্দু দেবনাথ, আজয় কুমার বিশ^াস ও পুষ্পল দাশ প্রমুখ। সভায় ৯টি ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভায় বয়স্ক ভাতাভোগীদের আবেদনের প্রেক্ষিতে তা যাচাই বাছাই করা হয়। ###

পিলজংঙ্গ ইউ,পি চেয়ারম্যানের চাচির ইন্তেকাল

ফকিরহাট উপজেলা কৃষকলীগের আহবায়ক ও পিলজংগ ইউপি চেয়ারম্যান খাঁন শামীম জামান পলাশ এর চাচি আম্মা ও বালিয়াডাঙ্গা গ্রামের মরহুম ক্যাপ্টের খাঁন মুজিবুর রহমানের স্ত্রী নুরজাহান বেগম (৭৫) ইন্নেকাল করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকাস্থ সিএমএস নামক একটি হাসপাতালে তিনি ইন্নেকাল করেন। মূত্যুকালে তিনি ২পুত্র সহ অসংখ্যা আতœীয় স্বজন রেখে রেখেগেছেন। তার মূতুতে গভীর শোকপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন উপজেলা আ,লীগের সভাপতি স্বপন দাশ, সাধারন সম্পাদক শিরিনা আক্তার, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আবুল হোসেন, উপজেলা আ,লীগের সিনিয়র সহ-সভাপতি মাষ্টার মুনসুর আলী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, মোঃ খলিলুর রহমান, মোঃ মুস্তাইদ সুজা, যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ হীটলার গোলদার, ইউপি চেয়ারম্যান কাজি মোঃ মহসিন ও আলহাজ¦ শেখ শহীদুল ইসলাম প্রমুখ। ###

কৃষি অফিসের উদ্যোগে নিরাপদ খাদ্য উৎপাদনের পাচিং উৎসব
ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষে উপজেলাব্যাপী চলতি আমন মৌসুমে কীটনাশকের পরির্বতে পাচিং উৎসব অনুষ্ঠান গতকাল দিনব্যাপী শুরু হয়েছে। সকালে একযোগে উপজেলার ৮টি ইউনিয়নের সর্বত্র গাছের ডাল পুতে বালাই দমনের কার্যক্রম শুরু হয়েছে। সকালে বেতাগা ইউপির মাসকাটা বিলে এই কার্যক্রম শুরু হয়। বেতাগা ইউনিয়ন মৎস্য ও কৃষি সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার ও পাচিং উৎসবের প্রর্বতক কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত। এসময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি অফিসার প্রদীপ কুমার মন্ডল, মোঃ সোলায়মান মন্ডল ও বিপ্লব কুমার দাশ সহ শতাধিক কৃষক/কৃষানী। ##

ফকিরহাটে বাল্যবিবাহ দায়ে কারাদন্ড
বাগেরহাটের ফকিরহটে ইউএনও এর হস্তক্ষেপে কিশোরীর বাল্য বিবাহ বন্দ হয়েছে। বাল্য বিবাহ সম্পদানের অপরাধে কন্যার পিতার জরিমানা ও কারাদন্ড। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফকিরহাট সদর ইউনিয়নের কাঠালতলা গ্রামে শুক্রবার দুপুরে একটি বাল্য বিবাহ অনুষ্ঠান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও সহ সংগীয় পুলিশ র্ফোস ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর বাল্য বিবাহ ঘটনার সত্যতা পেয়ে বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ এর ৮ধারায় কন্যার পিতা মোঃ মন্টু মোল্যা (৫০) কে ১০হাজার টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের পরিচালক উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। ###