ফকিরহাট সংবাদ

568

ফকিরহাটের পল্লীতে গৃহবধুর
রহস্যজনক মূত্যু এলাকায়
নানা গুঞ্জন
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মডেল থানা পুলিশ শুক্রবার রাতে তানজিলা আক্তার ছবি (২০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, ফকিরহাট সদর ইউনিয়নের জাড়িয়া গ্রামের শেখ তুহিন হোসেন এর স্ত্রী তানজিলা আক্তার কে রাতে ঘরের আড়ার সাথে গলাই ওড়না পেচিয়ে ঝুলান্ত অবস্থায় দেখতে পেয়ে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা সরকারী হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃতঃ ঘোষনা করেন। খবর পেয়ে মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বিধান চন্দ্র রায় প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। আসলে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে এ নিয়ে এলাকায় ধ্রুম জালের সৃষ্টি হয়েছে। এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা বলেন ময়নাা তদন্ত রিপোর্ট আসলে প্রকৃত মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব।

বেতাগায় তিন তলা একাডেমিক ভবনের উদ্ভোধন
ফকিরহাট উপজেলার বেতাগা কালিবাড়ী ৫৮নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৮০লক্ষ টাকা ব্যয়ে সদ্যনিমির্ত তিন তলা বিশিষ্ট একাডেমিক ভবন এর উদ্ভোধন গতকাল শনিবার দুপুর আড়াইটায় বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উদ্ভোধন করেন স্বশাসিত ইউনিয়ন পরিষদ এ্যাডভোকেসি গ্রুপ অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ,লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শিক্ষাবিদ দাশ শিশির কুমার ও শিক্ষাবিদ দুলাল চন্দ্র দাশ। ম্যানেজিং কমিটির সভাপতি বিধান চন্দ্র দাশ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক মোঃ ইউনুস আলী শেখ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নিখিল চন্দ্র দাশ, বেতাগা ই্উনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ নাসিমা আক্তার, সহকারী শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, পিনাকী রঞ্জন দেবনাথ ও মোঃ ইকবাল কবির প্রমুখ। ###

প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের
যুগ্ম-সচিবের মহিষ প্রজনন
খামার পরিদর্শন
ফকিরহাটে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ভুমি অধিগ্রহনকৃত জমি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ে যুগ্ম-সচিব মোঃ মনিরুল হক পরিদর্শন করেছেন। গতকাল শনিবার বিকালে মন্ত্রনালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা পরির্দশন করেন। এসময় উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) মোঃ মাহাবুর রহমান, মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সহকারী পরিচালক (এলআর) ডাঃ মোঃ লুৎফার রহমান, উপজেলার আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, অফিস প্রধান আব্দুল আজিজ, কেশিয়ার মোঃ রেজাউল করিম, আ,লীগ নেতা আনন্দ কুমার দাশ, বেতাগা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অলিপ কুমার দাশ, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, যুবলীগের সভাপতি অজয় কুমার বিশ^াস, অফিসের মিল্ক রেকর্ডার মোঃ জাকারিয়া হোসেন, স্বপন মজুমদার ও পাম্প ড্রাইভার অলোক কুমার দাশ প্রমুখ।