ইজতেমার কারণে এসএসসি’র ৩ পরীক্ষা পেছালো

618

আগামী ১৬, ১৭ ও ১৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাবোর্ডগুলো। অনিবার্য কারণ দেখিয়ে পরীক্ষা স্থগিত করা হলেও মূলত বিশ্ব ইজতেমার কারণে এই তিন দিনের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত হয়েছে বলে বোর্ড সূত্র জানিয়েছে। পরীক্ষা পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষাবোর্ডের অধীন ১৬ই ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৬শে ফেব্রুয়ারি, ১৭ই ফেব্রুয়ারির পরীক্ষা হবে ২৭শে ফেব্রুয়ারি এবং ১৮ই ফেব্রুয়ারির পরীক্ষাটি হবে ২রা মার্চ। এর ফলে ব্যবহারিক পরীক্ষার সময়ও পিছিয়ে যাবে। ২৬শে ফেব্রুয়ারি সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে ৩রা মার্চ। আর ২৭শে ফেব্রুয়ারি থেকে ৫ই মার্চ অনুষ্ঠেয় অন্যান্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ৪ঠা মার্চ থেকে ১০ মার্চের মধ্যে হবে। উল্লেখ্য, আগামী ১৫, ১৬, ১৭ ও ১৮ই ফেব্রুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

অন্যবছর দুই দফায় ছয় দিনে ইজতেমা হলেও এবার এক ধাপে চার দিনে অনুষ্ঠিত হবে ইজতেমা।