সাতক্ষীরার নলতা ওরশ শরীফ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ

837
বদরুজ্জামান খোকা, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
-আলহাজ্ব খান বাহাদুর আহসানুল্লাহ (র:) এর ৫৫ তম বার্ষিক ওরশ শরীফ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে শেষ হল। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরিফে আজ রবিবার ১০ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে হল। আজ সকাল ৯ টায় নলতা শরিফের ময়দানে লক্ষ্য-  লক্ষ্য জনতা অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আখেরি মোনাজাত। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মুফতি আবু সাঈদ রংপুর। আমিন-আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে নলতার আশপাশের এলাকা গুলো। রবিবার এই মোনাজাতে অংশগ্রহণের জন্য দূর-দূরান্ত থেকে মুসলিমগণ ফরজের নামাজ পড়েই ছুটে আসেন। সব মিলিয়ে অনেক শান্তিপূর্ণ পরিবেশে কোন রকম ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়েছে এই মোনাজাত। এতে অংশগ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী বতর্মান সংসদ সদস্য আলহাজ্ব ডাক্তার আ, ফ, ম রুহুল হক। এবং আর, এন,বির সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ। সাবেক সংসদ সদস্য ও বতর্মান সাতক্ষীরা জেলা আওয়ামিলীগের সভাপতি  মনসুর আহমেদ। বাংলা একাডেমির সাবেক পরিচালক মোহাম্মদ মঈনউদ্দীন, আহছানিয়া মিশনের সভাপতি আলহাজ্ব সেলিম উল্লাহ,,সাতক্ষীরা জেলা প্রশাসক, সাতক্ষীরা পুলিশ সুপার, কালিগঞ্জ উপজেলার ইউ,এন,ও  এবং সরকারি গুরুত্বপূর্ণ কর্মকর্তা সহ বিভিন্ন জনপ্রতিগন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, দেশ- বিদেশ থেকে আসা হাজার-হাজার ভক্ত এ সময় উপস্থিত ছিলেন। খান বাহাদুর আহছানুল্লাহ এর রওজা পাক শরিফে উপস্থিত হয়ে মোনাজাতে শরিক হয়ে নিজেদের পাপ মোচনের জন্য এই মোনাজাতে অংশগ্রহণ করে। এবং মহান রাব্বুল আলামিন আল্লাহ দরবারে পাপমোচনের চেষ্টা করে। এসময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। এরই মধ্য দিয়ে শেষ হল তিন দিনের খান বাহাদুর আহছান উল্লাহর ওরজ শরিফের মাহফিল।