যশোরে ২৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক ৩

434

যশোর জেলা প্রতিনিধি :

দৌলতপুর বিওপি‘র টহল দল কর্তৃক যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন আতিক মসজিদের পার্শ্বে কাঁচা রাস্তার উপর হতে ১০ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে রাত ০৮.০০ ঘটিকায় ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মোঃ নুরউদ্দিন হোসেন (২৫), পিতা- মোঃ আদম আলী, গ্রাম-খড়িডাংগা এবং মোঃ আমজাদ হোসেন রানা (২৬), পিতা-মোঃ আমির হোসেন, গ্রাম-গাতিপাড়া উভয়ের পোষ্ট-বেনাপোল, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এবং পুটখালী বিওপির টহল দল কর্তৃক শিকড়ী মাঠের মধ্য হতে ১১ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ রাত ০৪.০০ ঘটিকায় চারজনের একটি চোরাকারবারী দলের দেখা পেয়ে তাদের পিছু ধাওয়া করে মোঃ আরমান হোসেন (১৯), পিতা-মোঃ আমিনুর রহমান, গ্রাম-কাগমারী (কাগজপুকুর), পোষ্ট-বেনাপোল, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ১৪৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয় এবং অন্যরা পালিয়ে যায়। এছাড়া পৃথক একটি অভিযান এ ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আসামী ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।