ফকিরহাট সংবাদ

488

সাংবাদিক বাদশা আলমের চাচার ইন্তেকাল

ফকিরহাট থানা প্রতিনিধি:
সাংবাদিক বাদশা আলমের চাচা আব্দুল হামিদ শেখ (৮৫) গতকাল বৃহস্পতিবার ৫টা ২৫ মিনিটে বার্ধক্য জনিত কারনে ফকিরহাট বেতাগা ইউনিয়নের ধনপোতা নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্না ল্লিাহি…… রাজেউন। মৃত্যুকালে, ৩ পুত্র, ৩কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুগগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর শুনে বেতাগা ইউনিয়নের চেয়ারম্যান ও ফকিরহাট উপজেলার আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থী স্বপন দাশ দেখতে যান। সেখানে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও শান্তনা দেন। মরহুরের নামাজের জানাজা শুক্রবার ১০টায় পারিবারিক কবর স্থানে দাফন কথা হয়েছে।

ফকিরহাটে ট্রাক চাপায় নারকেল
ব্যাবসায়ী নিহত জানাযা
সম্পন্ন
ফকিরহাট উপজেলার খুলনা মংলা মহাসড়কের লখপুর বাসস্ট্যান্ডে ট্রাক চাপায় বিশিষ্ট নারকেল ব্যাবসায়ী নুর মোহম্মদ মল্লিক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে তার জানাযা সম্পন্ন হয়েছে। জানা গেছে, লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইট কুৃমরা গ্রামের মুতঃ মুনসুর মল্লিকের পুত্র নুর মোহম্মদ মল্লিক (৫৬) বুধবার রাত সাড়ে ৯টায় মটরসাইকেল যোগে লখপুর বাসস্ট্যান্ডে উঠার সময় মংলা হতে মালবাহি ট্রাক তাকে চাপা দিয়ে সে গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে মুমুর্য অবস্থায় উদ্ধার করে খুমেকে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় সে মারা যায়। কাটাখালী হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক হেলফার পালিয়ে গেছে। এদিকে নিহতের জানাযা বৃহস্পতিবার সকালে জাড়িয়া মাইট কুমরা মোল্লাপাড়া জমে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা অনুষ্ঠানে হাজার হাজার জনগন উপস্থিত ছিলেন। এদিকে লখপুর বাজারের বিশিষ্ট নারকেল ব্যাবসায়ী নুর মোহম্মদ এর মূত্যুতে গভীর শোকপকাশ করে বিবৃতি দিয়েছেন, লখপুর বাজার বর্ণিক সমিতি সভাপতি ও লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ¦ মোঃ আবুল হোসেন, সাধারন সম্পাদক ডাঃ গোলাম রব্বানী ও কোষাধক্ষ মধুসুধন কুমার ঘোষ।

ফকিরহাটে পরিবার পরিকল্পনার
গ্রহীতা মেলার প্রস্তুতি সভা
ফকিরহাট উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ও সিসিএসডিপি পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা এর সহযোগিতায় বুধবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে পরিবার পরিকল্পনা কর্যক্রমে এলএআরসি এন্ড পিএম বৃদ্ধির লক্ষ্যে গ্রহীতা মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট পরিবার পরিকল্পনা বিভাগের এডিসিসি স্বপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিজিএফপি-ঢাকা) ডাঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার (সিসিএফডিপ) ডাঃ সৈয়দা সুমাইয়া বুশরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যরাখেন মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার শামিম। পরিবার পরিকল্পনাপরিদর্শক মুর্শিদুল আলমের সঞ্চলনায় এসময় এসএসিএমও, এফডাব্লিউভি, এফপিআই, এফডাব্লিউএ উপস্থিত ছিলেন।

ফকিরহাটে দুইটি সেতুর
উন্মুক্ত টেন্ডার
ফকিরহাট উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর কর্তৃক আয়োজনে বুধবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে গ্রামীন রাস্তায় কম-বেশী ১৫কিঃ মিঃ দৈর্ঘ্যরে সেতু/কালভার্ট নির্মান শীর্ষক প্রকল্পের আওতায় মূলঘরের কলকলিয়া ও পিলজংগের দুইটি আঞ্চলিক সেতুর উন্মুক্ত টেন্ডার অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ সুমাইয়া দিলরুবা সুলতানা, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন সরদার, প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী শেখ বোরহান উদ্দিন সহ বিভিন্ন সাংবাদিক, ঠিকাদার প্রতিষ্ঠানে লোকজন উপস্থিত ছিলেন। মুলঘরের ফলতিতা সেতুর কাজ পেয়েছেন ফকিরহাট মেসার্স বনফুল ট্রেডার্স ও পিলজংগ সেতু নিলামে পেয়েছেন কে, জেড বিল্ডার্স।