খুলনায় কেইউজের নির্বাচন আজ

608
মোঃ আলামিন খান : 
আজ (১৭ফেব্রুয়ারি) রবিবার খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র ২০১৯-২০ দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে নির্বাহী কমিটির ১০টি পদে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দপ্তর সম্পাদক পদে দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক নওয়াপাড়ার বিশেষ প্রতিনিধি (খুলনা) জয়নাল ফরাজী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় অন্যসব পদে ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচনে সভাপতি পদে মুখোমুখি হচ্ছেন মোজাম্মেল হক হাওলাদার (দৈনিক প্রবাহ), মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ (দেশ সংযোগ), সহ-সভাপতির দু’টি পদে মুখোমুখি হচ্ছেন দেবব্রত রায় (দৈনিক জন্মভূমি), কাজী শামীম আহমেদ (গ্রামের কাগজ), মোঃ হুমায়ুন কবির (আজকের তথ্য), শামীম আশরাফ শেলী, মহেন্দ্রনাথ সেন (একুশে টিভি)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৌশিক দে বাপী (কালের কণ্ঠ), আসাদুজ্জামান রিয়াজ (দৈনিক খুলনা টাইমস), বিএফইউজে’র নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান সম্রাট (দৈনিক পূর্বাঞ্চল), যুগ্ম-সম্পাদক পদে লড়ছেন শেখ কামরুল আহসান ও নেয়ামুল হোসেন কচি (সময় টিভি)। কোষাধ্যক্ষ পদে মুখোমুখি হচ্ছেন অভিজিৎ পাল (ইনডিপেনডেন্ট টিভি) ও বাপ্পী খান (আজকের তথ্য), প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুখোমুখি হচ্ছেন দিলীপ বর্মন (লাখো কণ্ঠ), এস এম নুর হাসান জনি (দৈনিক তথ্য)। নির্বাহী সদস্যের ৩টি পদে লড়ছেন আনোয়ারুল ইসলাম কাজল (দৈনিক পূর্বাঞ্চল), রকিব উদ্দিন পান্নু (একাত্তর টিভি), আল মাহমুদ প্রিন্স (সময়ের খবর) ও বিমল সাহা (দৈনিক প্রবাহ)। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সিনিয়র সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না।