আগামী ২২শে ফেব্রুয়ারি ঐক্যফ্রন্টের গণশুনানি

664

রাজধানীতে চাহিদামতো হল না পাওয়ায় জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানি দুই দিন এগিয়ে ২২শে ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত হয়েছে। এদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এ শুনানি হবে। মঙ্গলবার ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। রাজধানীর মতিঝিলে নিজের চেম্বারে অনুষ্ঠিত বৈঠক শেষে গণফোরাম সভাপতি ড. কামাল হোসন বলেন,  গণশুনানির আয়োজন করতে সরকার কৌশলে আমাদের বাধা দিচ্ছে। ২৪শে ফেব্রুয়ারি গণশুনানির দিন নির্ধারিত থাকলেও রাজধানীর কোথাও হল পাওয়া যাচ্ছিল না। তাই ২দিন এগিয়ে আনা হয়েছে। ২২শে ফেব্রুয়ারি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিটির মিলনায়নে গণশুনানি হবে। ওইদিন সকাল ১০ টা থেকে বিকেল চারটা পর্যন্ত  কর্মসূচি চলবে।

ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন,  আওয়ামী লীগ ও মহাজোট ছাড়া সব দলকে আহ্বান জানানো হবে এ কর্মসূচিতে।

তবে ঐক্যফ্রন্টের প্রার্থী হলেও জামায়াত গণশুনানিতে অংশ নেবে না। শুনানিতে ৭ বিশিষ্ট নাগরিক সংসদ সদস্য প্রার্থীদের নির্বাচনী অভিজ্ঞতা শুনবেন। সূত্র : মানবজামিন