সাতক্ষীরা শ্যামনগর হসপিটালটি ডাক্তার শূন্য

427

বদরুজ্জামান খোকা, সাতক্ষীরা  জেলা প্রতিনিধি :

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি নানা সমস্যায় জর্জরিত। নেই স্বাস্থ্য ব্যবস্থা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার এর মত গুরুত্বপূর্ণ ডাক্তার। প্রয়োজনীয় ডাক্তার ও লোক বলের অভাবে মানুষের স্বাস্থ্য সেবা ভেঙে পড়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা এই শ্যমনগর। আইলা বিধ্বস্ত অবহেলিত এই উপজেলার সাধারন মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। শ্যামনগর স্বাস্থ্য সেবা কমপ্লেক্সটি ২০০৮ সালের ৩০ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। ৩০ শয্যা হাসপাতাল থাকা কালীন যে সুবিধা ছিল ৫০ শয্যায় সে সুবিধা পাচ্ছে রোগীরা। হাসপাতালে একশত এর বেশি রোগী ভর্তি থাকে। প্রয়োজনীয় যন্ত্রপাতির সুবিধা থাকলেও লোকবলের অভাবে এগুলো চালু করা সম্ভব হচ্ছে না। হাসপাতালে ইসিজি ও এক্সরে মেশিন নষ্ট হয়ে পড়ে আছে। হাসপাতালের মেডিসিন সরঞ্জাম অর্থ ও শিশু জুনিয়র কনসালটেন্ট এর মত মেডিকেল,ইমার্জেন্সি মেডিকেল অফিসার না থাকায় গরীব রোগীদের বিভিন্ন ক্লিনিকসহ সাতক্ষীরা জেলা শহরে ছুটতে হচ্ছে। সেজন্য নানা বিড়ম্বনার শিকার হয়ে অকালে মৃত্যুবরণ করতে হয় অনেক রোগীকে। পরিচর্যা-পরীক্ষা নিরিক্ষার জন্য সব রকম সুবিধা থাকলেও সেগুলো ভেঙ্গে পড়েছে লোকবলের অভাবে। খুঁড়িয়ে-খাড়িয়ে কোন রকমে চলছে হাসপাতালটি। আজ বুধবার সরেজমিনে তথ্য অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়, শ্যামনগর হাসপাতালে ডাক্তারদের পদের সংখ্যা ৩৩ হলেও ডাক্তার আছে মাত্র তিনজন। আভ্যন্তরীণ ও বহিরাগত নির্ধারিত কোন ডাক্তার প্রতিনিয়ত পাওয়া যায় না। আর সেবিকা ২৫ জন থাকলেও সরোজমিনে গিয়ে পাওয়া যায় ২৩ জন। তার মধ্যে দুই জন আছে খুলনা সদর হাসপাতালে প্রেষনে। শ্যামনগর হাসপাতালে কর্মকর্তা-কর্মচারী সবমিলিয়ে ২৮০ জন থাকার কথা থাকলেও পদ খালি আছে ৮২টি। যদি হসপিটালটি এমনিভাবে ডাক্তার শূন্য জনশূন্য চলতে থাকে তাহলে ভোগান্তি আরও বাড়বে,এমনটি মনে করছে এলাকাবাসি। সে জন্য প্রয়োজনীয় লোকবল সহ ডাক্তার নিয়োগের দৃষ্টি আকর্ষণ করেছেন সেবা নিতে আসা ভুক্তভোগী রোগীরা।