যশোরে বিজিবি কর্তৃক অবৈধ মালামাল উদ্ধার

477

বিজিবির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ ফেব্রুয়ারি  যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা গ্রামস্থ মাঠের মধ্যে  ১৮-২০ জনের একটি চোরাকারবারী দল চোরাচালানী মালামালসহ ভারত হতে বাংলাদেশে নিয়ে আসার সময় দেখতে পায়। বিজিবি টহল দল চোরাকারবারীদেরকে ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের চোরাচালানকৃত মালামাল ফেলে পালিয়ে যায়। বিজিবি টহল দল উক্ত এলাকা তল্লাশী করে ১১ গাইট মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত গাইট হতে ১৯০ পিস বিভিন্ন প্রকারের উন্নতমানের ভারতীয় শাড়ী, ৭০ হাজার পিস ডাইক্লোপার এম ট্যাবলেট এবং ৫ লক্ষ ৯০ হাজার পিস CENIK-Z ট্যাবলেট পাওয়া যায়। আটককৃত মালামালের মূল্যমান ৩০ লক্ষ টাকা। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।