খুলনা সাংবাদিক ইউনিয়নের মহান শহীদ দিবস পালন

422

খবর বিজ্ঞপ্তি
২১ শে ফেব্র“য়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর উদ্যোগে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে ৫২’র ভাষা শহীদ, মহান মুক্তিযুদ্ধের শহীদ, জাতির পিতা বঙ্গবন্ধু, চকবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের বিদায়ী সভাপতি আলহাজ্ব এস এম জাহিদ হোসেন। সভা পরিচালনা করেন ইউনিয়নের বিদায়ী সাধারণ সম্পাদক মো. শাহ আলম।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা সাংবাদিক ইউনিয়নে সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্না, বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, নবনির্বাচিত সভাপতি মুন্সি মো. মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক সাঈয়েদুজ্জামান সম্রাট, সিনিয়র সাংবাদিক অমিয় কুমার পাল, মোজাম্মেল হক হাওলাদার, সুবীর রায়, মল্লিক সুধাংশু, আব্দুল হালিম, বিএফইউজে’র নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা, নবনির্বাচিত সহ-সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, ইউনিয়নের সদস্য ওয়াহেদুজ্জামান বুলু, দেবনাথ রণজিৎ কুমার, দিলীপ বর্মন, সোহেল মাহমুদ, রীতা রানী দাস, শরিফুল ইসলাম বনি, শেখ জাহিদুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের নবনির্বাচিত নির্বাহী সদস্য বিমল সাহা, আল মাহমুদ প্রিন্স, সদস্য নাজমুল হাসান, শেখ মাহমুদ হাসান সোহেল, হেলাল মোল্লা প্রমুখ। আলোচনা সভা শেষে বিদায়ী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
এর আগে একুশের প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, মকবুল হোসেন মিন্টু, এস এম হাবিব, মো. সাহেব আলী, মামুন রেজা, মুন্সি মো. মাহবুব আলম সোহাগ, এস এম ফরিদ রানা, হুমায়ুন কবির, আব্দুল মালেক, সুনীল দাস, অভিজিৎ পাল, জয়নাল ফরাজী, নূর হাসান জনি, বিমল সাহা, আল মাহমুদ প্রিন্স, সাঈদা আক্তার রিনি, সোহেল মাহমুদ, পলাশ দত্ত, হাসানুর রহমান তানজির প্রমুখ।