খুলনা প্রেসক্লাবের আয়োজনে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

459

খুলনা প্রেসক্লাবের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৯ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আলোচান সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্না, ক্লাবের সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম ও মো: তরিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়, সাবেক সদস্য সচিব মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, কোষাধ্যক্ষ রফিউল ইসলাম টুটুল, সহকারী সম্পাদক শেখ মাহমুদ হাসান সোহেল ও মাহবুবুর রহমান মুন্না, নির্বাহী সদস্য সোহরাব হোসেন, মোঃ আনিসুজ্জামান, সোহেল মাহমুদ, এস এম ফরিদ রানা ও কৌশিক দে, ক্লাব সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মোজাম্মেল হক হাওলাদার, মোঃ হুমায়ুন কবীর, মো: শাহ আলম, দেবনাথ রনজিৎ কুমার, আলমগীর হান্নান, মো: সাঈয়েদুজ্জামান সম্রাট, এইচ এম আলাউদ্দিন,ওয়াহেদ-উজ-জামান বুলু, মো: আবু সাঈদ, এস এম নূর হাসান জনি, মোঃ মাছুম বিল্লাহ, ইউজার সদস্য শরিফুল ইসলাম বনি, জয়নাল ফরাজী, শশাংক শেখর স্বর্ণকার প্রমুখ।

আলোচনা সভার শুরুতে ৫২’র ভাষা শহীদ, পরবর্তী বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং রাজধানীর চকবাজারে অগ্নি দগ্ধ হয়ে নিহতদের শ্রদ্ধায় দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া সভাশেষে তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে একুশের প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কের শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদরে প্রতি গভীর শ্রদ্ধা জানান খুলনা প্রেস ক্লাব নেতৃবৃন্দ।