ফকিরহাট কাটাখালিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

417

বাদশা আলম , ফকিরহাট প্রতিনিধি :

ফকিরহাট ও কাটাখালিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে বেতাগা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনারে শহীদদের স্মরণে পুস্পমাল্য দান করেন স্কুলের প্রধান শিক্ষক প্রদুৎ কুমার দাশ,সহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্ররা ও এসময় উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক ইউনুস আলী, নাজমুল হুদা, বিদান দাশ প্রমুখ। শহীদ মিনারে মাল্য দান শেষে একটি র‌্যালী ও শোভাযাত্রাটি বেতাগাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জয়বাংলার মোড়ে শহীদ দিবস ও আন্তরজার্তিক মাতৃভাষ দিবসের ব্যাপক আলোচনা করেন। একই সময়ে শেখ হেলাল উদ্দিন ডিগ্রী মহাবিদ্যালয়, আলহাজ ইছাক আম্বিয়া কলেজিয়েট স্কুল, শহীদ স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয় , পিলজংগ হাইস্কুল, বাঐডাঙ্গা হাইস্কুল, বেতাগা আদর্শ বালিকা বিদ্যালয়, চাতকপুর জুনিয়র বিদ্যালয়, বি,কে, শেখ আলী আহম্মদ নি¤œ মাধ্যমিক বিদ্যালয়, শুভদিয়া কে,বি মাধ্যমিক বিদ্যালয়, ধনপোতা মাসকাট ইউনিনাইটেড বিদ্যালয় সহ সকল শিক্ষপ্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানে যথানিয়নে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।