গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া অধ্যাপক ওবাইদুল মুন্সীর বাড়িতে সন্ত্রাসী হামলা

484

 

গাজী মাসুম , বিশেষ প্রতিনিধি :

গত মঙ্গলবার ০৫ মার্চ বিকাল ৪.০০ টার সময় গোপালগঞ্জ জেলা, টুঙ্গিপাড়া থানাধীন বর্ণি গ্রমের মনোয়ার মুন্সী তার সন্ত্রসী বাহিনী নিয়ে একই গ্রামের অধ্যাপক ওবাইদুল হক মুন্সীর বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর, লুটপাট করছে।

ঘটনার বিবরনে যানা যায় ওবাইদুল হক মুন্সী ও তার ভাই শাফায়াত মুন্সীর সাথে দির্ঘদিন ধরে মনোয়ার মুন্সীর সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। ওবাইদুল মুন্সী ও তার ভাই সাফায়েত মুন্সী, মনোয়ার মুন্সীর সন্ত্রসী কর্মকান্ডের সাথে পেরে না ওঠায় বিগত ২০১৮ সালে সাফায়াত মুন্সী বাদি হয়ে গোপালগঞ্জ জেলার আদালতে মামলা দায়ের করেন। মামলা নং-৭৩৫। এই মামলা চলাকালীন মনোয়ার মুন্সী জোর পূর্বক জমি দখল নেওয়ার চেষ্টা করেন। এতে করে অধ্যাপক ওবাইদুল মুন্সী গোপালগঞ্জ জেলা আদালতে আরো একটি মামলা দায়ের করেন। মামলা নং- দেওয়ানী ২৯১৯। এই মামলা দায়েরের ঘটনার দিন অধ্যাপক ওবাইদুল মুন্সী তার কর্মস্থান মকছেদ পুরে ছিলেন। এই সুযোগে মনোনয়ন মুন্সী তার সঙ্গী লোক-জন নিয়ে ওবাইদুল হক মুন্সীর বাড়ীতে হামলা করে। এ সময়ে ক্ষতিগ্রস্থ ওবাইদুল মুন্সীর ছোট ৩ ভাই সাফায়েত মুন্সী, জাহিদ মুন্সী ও আবিদুল মুন্সী বাধা দেওয়ার চেষ্টা করলে, মনোয়ার মুন্সীর সঙ্গী সন্ত্রসী ব্যক্তিরা তাদের উপর হামলা চালানোর চেষ্ট করলে অধ্যপক ওবাইদুলের ভাইয়েরা জীবন বাঁচাতে দৌড়ে পালিয়ে যান। এই সুযোগে মনোয়ার মুন্সী, অধ্যপক ওবাইদুল মুন্সী ও সাফায়েত মুন্সী বাড়ীতে হামলা চালিয়ে সমগ্র ঘর, একটি মটর সাইকেল ভাঙচুর করেন এবং ঘরে ঢুকে আলমারী ভেঙ্গে ৬ ভরি স্বর্ণের গহনা ও নগত প্রায় ৫০,০০০/- টাকা লুট করেন। এসময় ওবাইদুল ও সাফায়াতের মা হাফিজা বেগম বাধা দিতে গেলে মনোয়ার মুন্সীর সঙ্গী ফরাদ মুন্সী তার মাকে মারাত্মক ভাবে আঘাত করে। এর পরে হাফিজা বেগম গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে মুর্মুষ অবস্থায় চিকিৎসাধীন থাকেন। অধ্যপক ওবাইদুল মুন্সী ও সাফায়েত মুন্সী বলেন মনোয়ার মুন্সীর বিরোদ্ধে জমিজমা সংক্রান্ত মামলা করেন। সে আমাদের উপর এই সন্ত্রসী কর্মকান্ড চালানোর লক্ষে গত মঙ্গলবার ৫ মার্চ মনোয়ার মুন্সীর সহযোগী ফোয়াদ মুন্সী নিজের শরীরে নিজে আঘাত করেন এবং খুলনা ২৫০ বেড হাসপাতালে ভর্তি হন। এবং সেখান থেকে ছাড়পত্র এনে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। তিনি আরও বলেন এই ঘটনা চক্রকে কেন্দ্র করে সাফায়াতের স্ত্রী রাশেদা বেগম বাদী হয়ে স্থানীয় টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ০৬, তারিখ ০৬/০৩/২০১৯। মামলা হওয়ার পরেও স্থানীয় থানা পুলিশ এই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন প্রকার আইনি ব্যবস্থা না নিয়ে সন্ত্রাসী মনোয়ার মুন্সীর দায়েরকৃত মিথ্যা মামলায় অধ্যপক ওবাইদুল মুন্সীর ভাইদের গ্রেফতার করেছেন।