মোঃ আলামিন খান, ক্রাইম রিপোর্টার – খুলনা
আজ (১২ মার্চ) মঙ্গলবার সকাল ৭ টার সময় খুলনা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জনাব সরদার রকিবুল ইসলাম বিপিএম এঁর নির্দেশে লবণচরা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানা এলাকায় রূপসা ব্রিজের উত্তর পাশের ঢাল সংলগ্ন এলাকা থেকে মাদক সম্রাট ও মাদক ব্যবসায়ী ইসরাফিল হাওলাদার হিরক (২৪),ও মোঃ গোলাম রব্বানী(২৫), কে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আরো জানা যায়, তাদের বিরুদ্ধে লবণচরা, খুলনা ও রূপসা থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরূদ্ধে লবণচরা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানা যায়।