মোড়লগঞ্জকে কার্যকর উপজেলা হিসেবে গড়তে চাই : এইচ এম মিজানুর রহমান বাবুল

440

আকাশ বৈরাগী সনেট, বাগেরহাট জেলা প্রতিনিধি :

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায় ইতিমধ্যেই জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে মোড়লগঞ্জ উপজেলায় আগামী ৩১শে মার্চ ভোটের দিন নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে মনোনয়নপত্র দাখিল এবং যাচাই বাছাই এর কাজ। মোড়লগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম মিজানুর রহমান বাবুল। তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। আমাদের জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা আজ বিশ্বের কাছে রোল মডেল। যারা আমাদেরকে একটি সময় তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করেছিল আজ বাংলাদেশের এই উন্নয়ন দেখে তারা হতবাক। আমরা বাঙ্গালী সব পারি। আমরা যেমন রক্ত দিয়ে স্বাধীনতা আনতে পারি , তেমনি আমাদের নিজেদের এলাকাকেও মডেল হিসেবে গড়তে পারি। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে সেই উন্নয়নের স্বর্ণযুগেও আমরা আজও অবহেলিত। সঠিক জায়গায় যোগ্য জনপ্রতিনিধি না থাকায় আজ সেই উন্নয়ন আমরা পাই নি। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আশা করি মোড়লগঞ্জ বাসীর প্রত্যাশা পুরন করতে পারব। আশা করি বর্তমানে উপজেলার মানুষ যে ধরনের নাগরিক সেবা থেকে বঞ্চিত আছে আমি নির্বাচিত হলে সেই সমস্যার সমাধান করে এই মোড়লগঞ্জবাসীকে একটি কার্যকর উপজেলা হিসেবে গড়তে চাই।