ডাকসু ফলাফল সমাচার: সব পদেই পুননির্বাচন চান নুর

500

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের পদত্যাগ চেয়ে সব পদে আবারো নির্বাচন দাবি করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি নুরুল হক নুর। আজ সন্ধ্যায় তিনি এ দাবির কথা জানান। এর আগে ভিপি ও সমাজসেবা পদ ছাড়া বাকি পদগুলোতে পুনর্নির্বাচন চাইলেও পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছিলেন তিনি।
নুর বলেন, তিনি এবং তার প্যানেলের অপর বিজয়ী প্রার্থী শপথ নেবেন। তিনি বলেন, আগামী ৩১শে মার্চের মধ্যে আবারো নির্বাচন করতে হবে। নির্বাচনে নিরপেক্ষ শিক্ষকদের দায়িত্ব দিতে হবে। এর আগে এই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে পদত্যাগ করতে হবে। আবার নির্বাচন হলে সব পদেই হতে হবে। সুষ্টু নির্বাচন হলে সব পদে আমরাই জিতব।